গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দ্বীন ইসলাম (২৫) ও মোঃ হোসাইন (১০) নামে আপন মামা ভাগ্নে সহ দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে একই পরিবারের আরও চারজন।
সোমবার ৪ নভেম্বর দুপুরে গোপালগঞ্জের উপজেলার ফুকরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মামা ভাগ্নে দুজনেই সদর উপজেলার করপাড়া গ্রামের বাসিন্দা।
আরও পড়ুনঃ ‘আইসিসিতে ওয়ারেন্ট ইস্যু হলে শেখ হাসিনা কে দেশে ফেরানো সহজ’
স্থানীয়রা জানান, খুলনা থেকে ছেড়ে আসা রাজিব পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ইজি বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়।

বিষয়টি নিশ্চিত করে ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ইনচার্জ আবুল হাশেম মজুমদার বলেন, স্থানীয়রা হতাহতদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক, ইজি বাইকের যাত্রী মুহাম্মদ দ্বীন ইসলাম (২৫)এবং তার আপন ভাগ্নে মোঃ হোসাইন (১০) নামের দুজনকে মৃত ঘোষণা করে। আহতদেরকে বর্তমানে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, এবিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
নিউজরুম / এজেএ