গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের (২০২৩-২৪) শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ নভেম্বর) সকাল ১১ টায় নতুন একাডেমিক ভবনে অর্থনীতি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সমাজবিজ্ঞান অনু্ষদের ডীন ড. মোঃআনিসুর রহমান,অর্থনীতি বিভাগের সভাপতি মোহাম্মদ রবি উল্লাহ, অন্যান্য শিক্ষকবৃন্দ গাজী মোহাম্মাদ মাহাবুব, রাকিবুল হাসান, এস.এম. নাসির উদ্দীন এবং মোঃসাদ্দাম হোসেন ও নবীন শিক্ষার্থীরা।

এসময় অর্থনীতি বিভাগের সভাপতি মোহামম্মাদ রবি উল্লাহ বলেন, “তোমাদের বিশ্ববিদ্যালয়ে আসার প্রধান উদ্দেশ্য পড়ালেখা করা এর জন্য নিয়মিত ক্লাসে উপস্থিত হতে হবে, সেমিনারে, লাইব্রেরিতে যেয়ে পড়ালেখা করতে হবে। আর যদি কোনো সমস্যার সম্মুখীন হও, তাহলে বিভাগের শিক্ষকগণের সাথে প্রথমে কথা বলবে। সমস্যা সমাধান করার চেস্টা করবো। ”
আরও পড়ুনঃ প্রক্টর নিয়োগ নিয়ে লঙ্কাকাণ্ড, সংঘর্ষে সাবেক প্রক্টরসহ আহত ১৫
নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে ড. মোঃ আনিসুর রহমান বলেন, “তোমাদের পিতা মাতা বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছে পড়ালেখা করার জন্য, তাদের পরিশ্রমের অর্থ দিয়ে ভর্তি করিয়েছেন। বিশ্ববিদ্যালয়ে এসে অনেকের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়, যেমন : ম্যানার শিখানোর নামে নবীনদের রুমের সামনে দাড়িয়ে রেখে সালাম দিতে বাধ্য করা । এ জাতীয় সমস্যার সম্মুখীন হলে শিক্ষকদের সাথে যোগাযোগ করতে বলেন ।
“তিনি আরো বলেন, “যখন তোমরা নিজ এলাকায় যাবে, তখন যে সকল সহপাঠীদের সাথে পূর্বে লেখাপড়া করছো তাদের সাথে ভালো ব্যবহার করবে। ”
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকবৃন্দ নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে পড়ালেখা, ক্যারিয়ার গঠন বিষয়ক নানা দিক-নির্দেশনা ও হিত উপদেশ প্রদান করেন।