১২:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫

ফরিদপুরে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস খাদে,নিহত ৫

ফরিদপুর সদরে কাফুরা রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় একটি মাইক্রোবাস দুমড়ে মুচড়ে একশত ফিট দুরে ছিটকে রেললাইনের পাশে খাদে পড়ে ঘটনাস্থলেই ৩ জন নিহত  হয়েছে। এঘটনায় আহত হয় আরও ৪ জন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে আরও ২ জনের মৃত্যু হয়। এ নিয়ে নিহতের সংখ্যা দাড়ালো ৫ জনে। 

মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল  সাড়ে ১১টার দিকে জেলা সদরের মুন্সিবাজারের গেরদা কাফুরা রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফরিদপুর জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা জানান,৷এ দুর্ঘটনায় ৫ জন মারা গেছেন। দুজন আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

নিহতদের মধ্যে চার জনের নাম পরিচয় পাওয়া গিয়েছে, সাহেম (৪০), পিতা মাসুম শরীফ ভূঁইয়া, নারায়ণগঞ্জ এলাকার বাসিন্দা। সাদিয়া আক্তার (৪৫) স্বামী, আসিফ জহির। রানা শরিফ ভূঁইয়া (৬০) এবং রায়হান (১১)। এরা সকলে একই স্থানের বাসিন্দা।

আরও পড়ুন : বিএনপি নেতার গাড়িবহরে হামলা

জানা যায়, একটি মাইক্রোবাসে করে ১১ জন যাত্রী রেললাইন ক্রসিং হচ্ছিলেন। এ সময় ফরিদপুর থেকে ঢাকামুখী মধুমতি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মাইক্রোবাসটি পাশের পুকুরে পড়ে। এ সময় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হয় ৩ জন। আহত হয় ৪ জন।স্থানীয়দের সহায়তায় আহতদের ৪ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানোর পর দু’জনের মৃত্যু হয়েছে। এখানেই ৩ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট ৫ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : সড়ক দুর্ঘটনায় নিহত এসআই সাইফুলের বাড়ীতে চুরি

ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বাকি বিল্লাহ বলেন, এ ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। কোতোয়ালি থানা কর্তৃক আইনি ব্যবস্থা নিচ্ছে।

স্থানীয় এলাকাবাসীরা অনেকেই জানান, এখানে রেললাইন ক্রসিংয়ে কোনো গেটম্যান না থাকায় কিছুদিন পরপরই দুর্ঘটনার স্বীকার হতে দেখা যায়। এখানে কর্তৃপক্ষ যদি গেটম্যান ব্যবস্থা করে তাহলে হয়তো রেললাইন পার হবার সময় এখানে দুর্ঘটনা বন্ধ হয়ে যাবে।

নিউজরুম/

footer-area { background: #024f75; }

ফরিদপুরে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস খাদে,নিহত ৫

প্রকাশিত : মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫

ফরিদপুর সদরে কাফুরা রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় একটি মাইক্রোবাস দুমড়ে মুচড়ে একশত ফিট দুরে ছিটকে রেললাইনের পাশে খাদে পড়ে ঘটনাস্থলেই ৩ জন নিহত  হয়েছে। এঘটনায় আহত হয় আরও ৪ জন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে আরও ২ জনের মৃত্যু হয়। এ নিয়ে নিহতের সংখ্যা দাড়ালো ৫ জনে। 

মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল  সাড়ে ১১টার দিকে জেলা সদরের মুন্সিবাজারের গেরদা কাফুরা রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফরিদপুর জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা জানান,৷এ দুর্ঘটনায় ৫ জন মারা গেছেন। দুজন আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

নিহতদের মধ্যে চার জনের নাম পরিচয় পাওয়া গিয়েছে, সাহেম (৪০), পিতা মাসুম শরীফ ভূঁইয়া, নারায়ণগঞ্জ এলাকার বাসিন্দা। সাদিয়া আক্তার (৪৫) স্বামী, আসিফ জহির। রানা শরিফ ভূঁইয়া (৬০) এবং রায়হান (১১)। এরা সকলে একই স্থানের বাসিন্দা।

আরও পড়ুন : বিএনপি নেতার গাড়িবহরে হামলা

জানা যায়, একটি মাইক্রোবাসে করে ১১ জন যাত্রী রেললাইন ক্রসিং হচ্ছিলেন। এ সময় ফরিদপুর থেকে ঢাকামুখী মধুমতি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মাইক্রোবাসটি পাশের পুকুরে পড়ে। এ সময় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হয় ৩ জন। আহত হয় ৪ জন।স্থানীয়দের সহায়তায় আহতদের ৪ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানোর পর দু’জনের মৃত্যু হয়েছে। এখানেই ৩ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট ৫ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : সড়ক দুর্ঘটনায় নিহত এসআই সাইফুলের বাড়ীতে চুরি

ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বাকি বিল্লাহ বলেন, এ ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। কোতোয়ালি থানা কর্তৃক আইনি ব্যবস্থা নিচ্ছে।

স্থানীয় এলাকাবাসীরা অনেকেই জানান, এখানে রেললাইন ক্রসিংয়ে কোনো গেটম্যান না থাকায় কিছুদিন পরপরই দুর্ঘটনার স্বীকার হতে দেখা যায়। এখানে কর্তৃপক্ষ যদি গেটম্যান ব্যবস্থা করে তাহলে হয়তো রেললাইন পার হবার সময় এখানে দুর্ঘটনা বন্ধ হয়ে যাবে।

নিউজরুম/