সায়েন্সল্যাব ও নীলক্ষেত মোড় অবরোধ করেছেন সাত কলেজ শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল ও ৩ দফা দাবিতে এ বিক্ষোভ কর্মসূচি পালন করছেন সাত কলেজের শিক্ষার্থীরা।
বুধবার (২৩ অক্টোবর) দুপুরে ঢাকা কলেজ থেকে মিছিল নিয়ে এসে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এর ফলে বর্তমানে সায়েন্সল্যাব মোড়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। তবে সায়েন্সল্যাব ও আশপাশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান দেখা গেছে।
এর আগে একই দাবিতে গতকাল সায়েন্সল্যাব ও নীলক্ষেত মোড় অবরোধ করেন সাত কলেজ শিক্ষার্থীরা। পরে তারা তিন দফা দাবি জানিয়ে পূরণের জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে অবরোধ তুলে নেয়। শিক্ষার্থীদের দাবিগুলো হলো-
১. অনতিবিলম্বে সাত কলেজ বিশ্ববিদ্যালয় কমিশন গঠন করতে হবে।
২. এই কমিশন বিভিন্ন বিষয় যাচাই-বাছাই করে ৩০ দিনের মধ্যে একটি রূপরেখা প্রণয়ন করবেন।
৩. স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে গিয়ে কোনো সেশনজট তৈরি হতে পারবে না। যতদিন বিশ্ববিদ্যালয় গঠন না হবে ততদিন সেশনজট যেন না হয় সেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে তাদের কার্যক্রম চালিয়ে নিতে হবে।
শিক্ষার্থীদের দাবি, সরকারি সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হলেও তেমন গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়নি। স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক পরিচয়ের অভাবে ভুগছেন সাত কলেজের শিক্ষার্থীরা। এ ছাড়া বিভাগভিত্তিক মানসম্পন্ন শিক্ষকের অভাব, গবেষণার সুযোগের অপ্রতুলতা, নেই সুনির্দিষ্ট একাডেমিক ক্যালেন্ডার, সিলেবাস নিয়ে ধোঁয়াশা, তীব্র সেশনজট, ফলপ্রকাশে দীর্ঘসূত্রতা, ত্রুটিযুক্ত ফলাফল, রেকর্ডসংখ্যক শিক্ষার্থী অকৃতকার্য হওয়াসহ নানা সমস্যা। অপরিকল্পিত সিদ্ধান্ত নেওয়ার কারণে শিক্ষার্থীদের শিক্ষাজীবনে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে। নতুন স্বাধীন দেশে ঢাবি প্রশাসনের এই ধরনের বৈষম্য আর চান না তারা। ফলে ঢাবি থেকে সাত কলেজকে আলাদা করে নতুন স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের জোর দাবি জানান তারা।
ইতোমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজের কাছে সাত কলেজকে নিয়ে আলাদা বিশ্ববিদ্যালয় গঠনের দাবি জানিয়ে স্মারকলিপিও জমা দিয়েছেন শিক্ষার্থীরা। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কারো থেকেই সাড়া না পেয়ে রাজপথে নামতে বাধ্য হয়েছেন বলে জানান তারা।
প্রসঙ্গত, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গতানুগতিক পড়াশোনার মানোন্নয়নের লক্ষ্যে ২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারি রাজধানীর সাতটি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করে শিক্ষা মন্ত্রণালয়। কলেজগুলো হচ্ছে- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ। অধিভুক্ত কলেজগুলোর ছাত্রছাত্রীদের ভর্তি প্রক্রিয়া, পরীক্ষা, শিক্ষা কার্যক্রম এখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিচালিত হচ্ছে।
নিউজরুম/এমএইচআর