নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি বাড়িতে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে নারী শিশুসহ একই পরিবারের ৬ জন দগ্ধ হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করিয়েছেন।শুক্রবার (২৫ অক্টোবর) মধ্যরাত ১২টার দিকে উপজেলার ডহরগাও এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- মোহাম্মদ বাবুল, তার স্ত্রী মোছাম্মৎ শেলী, ছেলে মো. সুয়েল, মোহাম্মদ ইসমাইল এবং দুই মেয়ে মুন্নি ও মোছাম্মৎ তাসলিমা (১৩)। দগ্ধরা সবাই রূপগঞ্জের ফকির ফ্যাশন নামের পোশাক কারখানায় শ্রমিকের কাজ করেন।
পুলিশ ও প্রত্যাক্ষদর্শীরা জানায়, লাইনের গ্যাস লিকেজ হয়ে ঘরে আগেই গ্যাস জমে ছিল। রাতে মশার কয়েল ধরাতে গেলে বিস্ফোরণে দগ্ধ হন তারা। পরে তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ইন্সটিটিউটে নিয়ে ভর্তি করানো হয়।
দায়িত্বরত চিকিৎসকরা জানান, দগ্ধদের সবাই ৫৫ শতাংশের বেশি দগ্ধ হয়েছেন। সবাইকেই বার্ন ইনস্টিটিউটে ভর্তি রেখে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এমএইএআর