বেনাপোল ও সুন্দরবন এক্সপ্রেস তুলে নেওয়ার খবরে ‘রাজবাড়ী এক্সপ্রেস’ ট্রেন আটকে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। ট্রেনটি ৪০ মিনিট আটকে রাখেন বিক্ষোভকারীরা। পরে রাত ৮টা ২৫ মিনিটের দিকে ট্রেনটি ছেড়ে যায়।
শনিবার (২ নভেম্বর) রাত পৌনে ৮টায় রাজবাড়ী রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্লাটফর্মে ট্রেনের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ করেন স্থানীয়রা।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাজবাড়ী রেলওয়ে স্টেশন মাস্টার তন্ময় কুমার দত্ত।
বিক্ষোভের সময় মনিরুজ্জামান মনি, শাহ আলম, কাউসার আহম্মেদ রিপন, সোনিয়া আক্তার স্মৃতি, গোলাম মহিউদ্দিন গিটার এবং লিটন বক্তব্য দেন।
আরও পড়ুনঃ চট্টগ্রামে শো-রুম উদ্বোধনে মেহজাবীনকে বাধা
এর আগে ২০২৩ সালের ১ ও ২ নভেম্বর রাজবাড়ী ওপর দিয়ে চলাচল শুরু করে বেনাপোল ও সুন্দরবন এক্সপ্রেস। এতে অল্প সময়ে ঢাকায় যাওয়া আসার সুযোগ হয় এ এলাকার মানুষের।
এ বিষয়ে রাজবাড়ী রেলওয়ে স্টেশন মাস্টার তন্ময় কুমার দত্ত বলেন, ‘১৫ নভেম্বর থেকে পদ্মা সেতু হয়ে রাজবাড়ীর ওপর দিয়ে চলাচলরত ঢাকাগামী বেনাপোল ও সুন্দরবন এক্সপ্রেস তুলে নেওয়ার খবরে বিক্ষোভ হলেও এখনও কোনো চিঠি পাইনি। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন খবর শুনেছি।’
নিউজ রুম