বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, যারা ১৫ বছর ফ্যাসিষ্ট সরকারের সুবিধা নিয়েছে তাদের যায়গা বিএনপিতে হবে না।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকালে মুকসুদপুর পাইলট বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মুকসুদপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে বিপ্লব ও সংহতি দিবসের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় বক্তব্যে তিনি আরও বলেন, যে সকল নেতাকর্মীরা ফ্যাসিষ্ট সরকারের আমলে জেল, জরিমানা, নির্যাতনের শিকার, পুলিশের ভয়ে পালিয়ে সভা সমাবেশ করেছেন, দলের জন্য কাজ করেছেন, দলের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন তারাই হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সৈনিক। তারাই আগামীর অহঙ্কার তারেক জিয়ার সৈনিক। কোন সুবিধা ভোগীর যায়গা বিএনপিতে হবে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে আপনারা সুশঙ্গঠিত থাকবেন বলে আশা করি। ছাত্র জনতার গণ অভ্যুথানের মাধ্যমে যে বিজয় অর্জন হয়েছে সেটাকে কাজে লাগিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি আবারও বিজয়ী হবে ইনশাআল্লাহ।
উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজুর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান, উপজেলা বিএনপির সহ-সভাপতি সোহরাব হোসেন, মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান মিন্টু, বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন মিন্টু, উপজেলা বিএনপির সহ সভাপতি মোঃ মুন্নু প্রমুখ ।
সভায় বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানী) তে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমকে এমপি প্রার্থী হিসাবে দেখতে চেয়ে আশাবাদ ব্যক্ত করেন তারা।
নিউজরুম/ এজেএ