১০:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫

গোপালগঞ্জে ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক নিহত, আহত ১

গোপালগঞ্জ সদরে ঢাকা-খুলনা মহাসড়কে ১০ চাকার পিয়াজবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক নুর ইসলাম শিকদার (৫০) নামে এক ব্যাক্তি নিহত হয়েছেন। মোটরসাইকেলে থাকা ওপর আরোহী বাবু মণ্ডল (৫৫) গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (১৯ নভেম্বর)বেলা সাড়ে ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বেদগ্রাম বাস স্টান্ড নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।

নিহত নুর ইসলাম শিকদার (৫০) পিতা রাজু শিকদার উপজেলার সোনাকইড় গ্রামের বাসিন্দা এবং আহত বাবু মণ্ডল রাজবাড়ী জেলার বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, খুলনা থেকে ছেড়ে আসা পিয়াজবাহী ১০ চাকার ট্রাক ও বিপরীত পাশ দিয়ে আসা মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই মারা যান। ওপর আরোহী গুরুতর আহত হয়। এ ঘটনায় ট্রাক চালক পালিয়ে যায়। পরে ট্রাকটিকে আটক করা হয়।

ভাটিয়াপাড়া হাইওয়ে থানার এস আই মোঃ রোমান মোল্যা বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকা-খুলনা মহাসড়কের বেদগ্রাম বাস স্টান্ডে ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক নুর ইসলাম শিকদার নিহত হয়েছে। মোটরসাইকেলে থাকা ওপর আরোহী গুরুতর আহত হয়েছে। নিহতকে মর্গে ও আহত ব্যাক্তিকে চিকিৎসার জন্যে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

 

এমএইচআর 

footer-area { background: #024f75; }

গোপালগঞ্জে ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক নিহত, আহত ১

প্রকাশিত : মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪

গোপালগঞ্জ সদরে ঢাকা-খুলনা মহাসড়কে ১০ চাকার পিয়াজবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক নুর ইসলাম শিকদার (৫০) নামে এক ব্যাক্তি নিহত হয়েছেন। মোটরসাইকেলে থাকা ওপর আরোহী বাবু মণ্ডল (৫৫) গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (১৯ নভেম্বর)বেলা সাড়ে ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বেদগ্রাম বাস স্টান্ড নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।

নিহত নুর ইসলাম শিকদার (৫০) পিতা রাজু শিকদার উপজেলার সোনাকইড় গ্রামের বাসিন্দা এবং আহত বাবু মণ্ডল রাজবাড়ী জেলার বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, খুলনা থেকে ছেড়ে আসা পিয়াজবাহী ১০ চাকার ট্রাক ও বিপরীত পাশ দিয়ে আসা মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই মারা যান। ওপর আরোহী গুরুতর আহত হয়। এ ঘটনায় ট্রাক চালক পালিয়ে যায়। পরে ট্রাকটিকে আটক করা হয়।

ভাটিয়াপাড়া হাইওয়ে থানার এস আই মোঃ রোমান মোল্যা বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকা-খুলনা মহাসড়কের বেদগ্রাম বাস স্টান্ডে ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক নুর ইসলাম শিকদার নিহত হয়েছে। মোটরসাইকেলে থাকা ওপর আরোহী গুরুতর আহত হয়েছে। নিহতকে মর্গে ও আহত ব্যাক্তিকে চিকিৎসার জন্যে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

 

এমএইচআর