বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী কে গ্রেফতারের প্রতিবাদে গোপালগঞ্জের কোটালিপাড়ায় বিক্ষোভ মিছিল চলাকালে পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে। এসময় হামলাকারী ৩ ইসকন সমর্থককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার ২৬ নভেম্বর দুপুর ১টার দিকে উপজেলার ভাঙ্গারহাট বাজারে এঘটনা ঘটে। আটককৃতদের নাম পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি। আটককৃত তিন ইসকন সমর্থক বর্তমানে কোটালীপাড়া থানা হেফাজতে রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম আজাদ। তিনি বলেন, দুপুর একটার দিকে উপজেলার ভাঙ্গারহাট বাজারে চিন্ময় কৃষ্ণ দাস কে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে স্থানীয় ইসকন সমর্থকেরা।
আরও পড়ুনঃ বশেমুরবিপ্রবি’তে শুরু হলো ‘পরিষ্কার-পরিচ্ছন্নতা সপ্তাহ-২০২৪’
বাজার থেকে মিছিলটি বের হয়ে সামনের দিকে অগ্রসর হলে পুলিশের টহল গাড়ি সামনে পড়ে। এসময় পুলিশকে উদ্যেশ্যে করে গাড়িতে ইট পাটকেল নিক্ষেপ করে হামলা চালায় তারা। পরে ঘটনাস্থল থেকে তিন হামলাকারীকে আটক করা হয়েছে। বর্তমানে তারা কোটালীপাড়া থানা হেফাজতে রয়েছে। পরবর্তীতে আমরা আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজ রুম/এমবি