০৬:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

টি-টোয়েন্টিতে মান রক্ষার লড়াই বাংলাদেশের সামনে

ভারত সফরের আগে বাংলাদেশ দলকে নিয়ে অনেক আশার বানী শোনা গিয়েছিলো। ভক্তদেরও ছিলো বুকভরা আশা। কিন্ত মাঠে কোনো প্রতিফলন দেখা যাচ্ছেনা। টেস্ট সিরিজ হারের পরে টি-টোয়েন্টিতে মান রক্ষার লড়াই।

টেস্ট সিরিজ হারের পরে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতেও একই দশা বাংলাদেশের। আগে ব্যাট করতে নেমে ১২৭ রানের মধ্যেই গুটিয়ে যায় বাংলাদেশ। কারও ব্যাটে নেই ধার। বোলিংয়েও নেই ছন্দ। ফলাফল ৪৯ বল হাতে রেখে সাত উইকেটেই জয় তুলে নেয় ভারত। সিরিজে এগিয়ে যায় ১-০ ব্যবধানে।

প্রথমটিতে হেরে যাওয়ায় এবার সিরিজ ছাড়া হওয়ার শঙ্কায় বাংলাদেশ। আগামীকাল দ্বিতীয় ম্যাচ হাতছাড়া হলেই ভারতের কাছে টি-টোয়েন্টি সিরিজে হারাবে বাংলাদেশ। তাই সিরিজ বাঁচাতে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই।

বাংলাদেশ অধিনায়ক শান্ত প্রথম ম্যাচের পর অবশ্য শুনিয়েছিলেন আশার কথা। বলেছিলেন, ‘আমরা ভালো দল। আমাদের আরও ভালো করার সামর্থ্য আছে। ভুল থেকে শিক্ষা নিতে হবে আমাদের। সুযোগ এখনও শেষ হয়নি। পরের ম্যাচগুলোতে পরিকল্পনামাফিক খেলতে হবে। ব্যাটারদের আরও দায়িত্বশীল হতে হবে।’

দিল্লিতে এই ম্যাচ দিয়ে বিদায়ের আরও কাছে চলে যাবেন মাহমুদউল্লাহ। হায়দরাবাদে এই সিরিজ শেষেই টি-টোয়েন্টি ক্রিকেট থেকে থেমে যাবেন তিনি। ইতোমধ্যে আজ আনুষ্ঠানিকভাবে দিয়েছেন বিদায়ের ঘোষণা। এমন ম্যাচে স্বাভাবিকভাবেই সেরাটা দেওয়ার চেষ্টা থাকবে তার। সেই সঙ্গে দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে এই ফরম্যাটের অতীত ইতিহাসও আশা দেখাতে পারে বাংলাদেশকে। কারণ, ভারতের বিপক্ষে এই ফরম্যাটের একমাত্র জয়টা এই অরুন জেটলিতেই। অতীত সুখস্মৃতিকে কাজে লাগিয়ে কাল আরেকবার দিল্লিতে মান বাঁচানোর চ্যালেঞ্জে নামবে হাথুরুসিংহের শিষ্যরা।

টি-টোয়েন্টিতে বাংলাদেশের স্কোয়াড

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, লিটন কুমার দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রাকিবুল হাসান।

নিউজরুম / এমএইচআর

footer-area { background: #024f75; }

টি-টোয়েন্টিতে মান রক্ষার লড়াই বাংলাদেশের সামনে

প্রকাশিত : মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪

ভারত সফরের আগে বাংলাদেশ দলকে নিয়ে অনেক আশার বানী শোনা গিয়েছিলো। ভক্তদেরও ছিলো বুকভরা আশা। কিন্ত মাঠে কোনো প্রতিফলন দেখা যাচ্ছেনা। টেস্ট সিরিজ হারের পরে টি-টোয়েন্টিতে মান রক্ষার লড়াই।

টেস্ট সিরিজ হারের পরে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতেও একই দশা বাংলাদেশের। আগে ব্যাট করতে নেমে ১২৭ রানের মধ্যেই গুটিয়ে যায় বাংলাদেশ। কারও ব্যাটে নেই ধার। বোলিংয়েও নেই ছন্দ। ফলাফল ৪৯ বল হাতে রেখে সাত উইকেটেই জয় তুলে নেয় ভারত। সিরিজে এগিয়ে যায় ১-০ ব্যবধানে।

প্রথমটিতে হেরে যাওয়ায় এবার সিরিজ ছাড়া হওয়ার শঙ্কায় বাংলাদেশ। আগামীকাল দ্বিতীয় ম্যাচ হাতছাড়া হলেই ভারতের কাছে টি-টোয়েন্টি সিরিজে হারাবে বাংলাদেশ। তাই সিরিজ বাঁচাতে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই।

বাংলাদেশ অধিনায়ক শান্ত প্রথম ম্যাচের পর অবশ্য শুনিয়েছিলেন আশার কথা। বলেছিলেন, ‘আমরা ভালো দল। আমাদের আরও ভালো করার সামর্থ্য আছে। ভুল থেকে শিক্ষা নিতে হবে আমাদের। সুযোগ এখনও শেষ হয়নি। পরের ম্যাচগুলোতে পরিকল্পনামাফিক খেলতে হবে। ব্যাটারদের আরও দায়িত্বশীল হতে হবে।’

দিল্লিতে এই ম্যাচ দিয়ে বিদায়ের আরও কাছে চলে যাবেন মাহমুদউল্লাহ। হায়দরাবাদে এই সিরিজ শেষেই টি-টোয়েন্টি ক্রিকেট থেকে থেমে যাবেন তিনি। ইতোমধ্যে আজ আনুষ্ঠানিকভাবে দিয়েছেন বিদায়ের ঘোষণা। এমন ম্যাচে স্বাভাবিকভাবেই সেরাটা দেওয়ার চেষ্টা থাকবে তার। সেই সঙ্গে দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে এই ফরম্যাটের অতীত ইতিহাসও আশা দেখাতে পারে বাংলাদেশকে। কারণ, ভারতের বিপক্ষে এই ফরম্যাটের একমাত্র জয়টা এই অরুন জেটলিতেই। অতীত সুখস্মৃতিকে কাজে লাগিয়ে কাল আরেকবার দিল্লিতে মান বাঁচানোর চ্যালেঞ্জে নামবে হাথুরুসিংহের শিষ্যরা।

টি-টোয়েন্টিতে বাংলাদেশের স্কোয়াড

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, লিটন কুমার দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রাকিবুল হাসান।

নিউজরুম / এমএইচআর