গোপালগঞ্জে কাশিয়ানী তে ডাকাতির সরঞ্জাম ও ৭টি ককটেল সহ ২ ডাকাত কে আটক করেছে ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের একটি দল। এসময় আরো ৫ ডাকাত দৌড়ে পালিয়ে যায়।
সোমবার ৯ ডিসেম্বর সকালে উপজেলার পোনা বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, মৌলভীবাজারের বোরহানউদ্দিন উপজেলার ইউসুফের ছেলে শিমুল (২৭) ও ঢাকার কদমতলী রেললাইন বস্তির নুর ইসলামের ছেলে মো. হাসান (২০)।
আরও পড়ুন : অফিস না করেও বেতন ভাতা নিচ্ছেন বশেমুরবিপ্রবি কর্মকর্তা হীরা
বিষয়টি নিশ্চিত করেছেন ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. আবুল হাসেম মজুমদার। তিনি বলেন, আটককৃতরা ডাকাতির উদ্দেশ্যে পিরোজপুর থেকে একটি পিকাপ ভ্যানে করে তারা ঢাকায় যাচ্ছিলেন। আজ রাতে তাদের ঢাকায় ডাকাতির প্রস্তুতি ছিল। পথিমধ্যে ঢাকা খুলনা মহাসড়কের উপজেলা পোনা বাসস্ট্যান্ড থেকে তাদের পিকাপ ভ্যান সিগনাল দিলে পিকাপের ড্রাইভার সহ কয়েকজন আরো ৫ ডাকাত পালিয়ে যায়। এসময় পিকাপ থেকে ২ জন কে আটক করা হয়। আটকের পর ডাকাতের তথ্যমতে পিকাপ থেকে একটি ছেনি, কাটার, হেক্সবল, রেন্স, র্যাত, দেশিয় অস্ত্র সহ ডাকাতির সরঞ্জাম পাওয়া যায়, পাশাপাশি একটি ব্যাগ থেকে ৭ ককটেল উদ্ধার করা হয়। তারা সকলেই ডাকাত দলের সদস্য বলে স্বীকার করেছে।
তিনি আরও বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান। তাদের কাশিয়ানী থানায় হস্তান্তর করা হচ্ছে।