বিজয় দিবসের র্যালি শেষ সিগারেট খাওয়া নিয়ে গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।
সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের হলগেটে অবস্থিত লিপুস ক্যান্টিনে র্যালি শেষে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীর থেকে জানা যায়, দুপুর ২ টায় বিজয় দিবসের র্যালি শেষে লিপুস ক্যান্টিন থেকে ১ প্যাকেট সিগারেট, কোক এবং কেক দেওয়ার সময় শাহজাহান নামে এক ছাত্রদল কর্মী অতিরিক্ত সিগারেটের প্যাকেট নেন। এতে অপর ছাত্রদল কর্মী শফিক ক্ষিপ্ত হয়ে শাহজাহানকে গালি দেয়। এসময় বাকবিতন্ডা একপর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে দুই গ্রপের মধ্যে মারামারি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
আরও পড়ুনঃ বশেমুরবিপ্রবিতে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে
মারামারির বিষয়ে জানতে চাইলে শফিক বলেন, “নিজেদের মধ্যে কথা-কাটাকাটি হয় না এরকম হইছে পরে সবাই মিলেমিশে সমাধান হয়েছে।”
এ বিষয়ে শাহজাহান বলেন, “আমাদের সাথে সংঘর্ষ হয়নি জাস্ট কথাকাটি হয়েছে।”
এ বিষয়ে প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীবের বক্তব্যের জন্য কল করা হলে তাকে পাওয়া যায়নি।
নিউজ রুম