সম্প্রতি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত গোপালগঞ্জ জেলা পুলিশের বিশেষ শাখার ( ডিএসবি) উপপরিদর্শক ( এসআই) সাইফুল ইসলাম রুবেলের গ্রামের বাড়ী ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের নকুলহাঁটির বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা জানালার গ্রিল কেটে সাইফুলের ঘরে প্রবেশ করে নগদ টাকাসহ মালামাল চুরি করে নিয়ে গেছে।
আজ শুক্রবার (৩ জানুয়ারি) সকালে চুরির বিষয়টি নিশ্চিত করেছেন সাইফুলের বড় ভাই শিক্ষক আবু রাসেল মাহমুদ। এর আগে বৃহস্পতিবার (২ জানুয়ারি) দিবাগত রাতে এই চুরির ঘটনা ঘটে।
সাইফুলের ভাই শিক্ষক আবু রাসেল মাহমুদ বলেন, ‘আমরা দুই ভাই একই বাড়িতে থাকতাম। সম্প্রতি ডিউটি পালনকালে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়কের আড়পাড়া এলাকায় একটি কাভার্ড ভ্যানের চাপায় নিহত হয় আমার ছোট ভাই পুলিশের এসআই সাইফুল ইসলাম। ভাইয়ের মৃত্যুর পর থেকে বাড়িতে শোক চলছে। এরই মধ্যে আমার মা শুক্রবার ভোরে ফজরের নামাজ পড়তে ঘুম থেকে ওঠে গিয়ে দেখেন ঘরের জানালার গ্রিল কাটা।
আরও পড়ুন:গোপালগঞ্জে ট্রাকের চাপায় পুলিশ কর্মকর্তা নিহত
ধারণা করা হচ্ছে, গ্রিল কেটে চোর ঢুকেছিল ঘরে। চোরেরা ঘরে প্রবেশ করে আলমিরাতে থাকা ৫০ হাজার নগদ টাকা ও বাড়ির কিছু মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে।’
সালথা থানার ওসি মো. আতাউর রহমান বলেন, ‘খবর পেয়ে ওই বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। চুরির বিষয়টি খতিয়ে দেখতে পুলিশ কাজ করছে।’
আরও পড়ুন: কাজ না করেই প্রকল্পের টাকা আত্মসাৎ, দুদকের জালে আটকা
গত বছরের ১৪ ডিসেম্বর দুপুরে দায়িত্ব পালনকালে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়কের আড়পাড়া এলাকায় একটি কাভার্ড ভ্যানের চাপায় নিহত হন পুলিশের এসআই সাইফুল ইসলাম (৩৭)। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।
নিউজরুম/ এজেএ