গোপালগঞ্জ সদরে একটি ঘর থেকে শুকুর শেখ (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।
সোমবার ৬ জানুয়ারি সন্ধ্যায় উপজেলার কাজুলিয়া এলাকার সামিউল মেম্বারের বাসা থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা।
নিহত শুকুর শেখ উপজেলার রায়পাশা এলাকার নাছির শেখের ছেলে। তিনি দীর্ঘদিন স্ত্রী সহ ওই বাড়িতে ভাড়া থাকতেন। এছাড়াও পাশের রুমে ভাড়া থাকতেন নিহত শুকুরের শালী ও ভায়রা ( শ্যালিকার স্বামী) । ঘটনার পর থেকে সকলেই পলাতক রয়েছে।
আরও পড়ুন : শোক দিবসে কাঙ্গালীভোজের কথা বলে সরকারি গুদাম থেকে চাল চাঁদা নিতেন আ.লীগ সভাপতি ‘বাইদে’ মাহাবুব
বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার ওসি ( তদন্ত) আব্দুল্লাহ আল মামুন বলেন, বিকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ওই ঘর থেকে লা উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, খবর নিয়ে জানতে পেরেছি ওই ঘরের পাশের রুমে নিহতের শালি ও ভায়রাভাই ভাড়া থাকতেন। এঘটনার পর থেকে স্ত্রী, শালী ও ভায়রাভাই কাউকে পাওয়া যায়নি। তারা পলাতক রয়েছে। মৃত্যুর রহস্য জানতে কাজ করছে পুলিশ।
নিউজরুম