০৬:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫

গোপালগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, ২ কিশোর নিহত

গোপালগঞ্জ সদরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই কিশোর নিহত হয়েছে। শুক্রবার ১০ জানুয়ারি সকাল ১০ টার দিকে উপজেলার  জালালাবাদ ইউনিয়নের দুর্গাপুর গ্রামের কালীমন্দির এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, উপজেলার জালালাবাদ ইউনিয়নের ইছাখালী গ্রামের বুলবুল ফকিরের ছেলে বাঁধন ফকির (১৪) ও একই গ্রামের পলাশ শেখের ছেলে মারুফ শেখ।

স্থানীয়দের মাধ্যমে জানা গেছে,   সকালে মোটরসাইকেল যোগে দুই বন্ধু মারুফ ও বাঁধন ঘুরতে বের হয়েছিল। পথিমধ্যে জালালাবাদ ইউনিয়নের দুর্গাপুর গ্রামের কালীমন্দির এলাকায় পৌঁছালে দ্রুত গতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এসময় মোটরসাইকেলে থাকা মারুফ ও বাধন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার এসআই মোরাদ হোসেন বলেন, নিহতদের মরদেহ গোপালগঞ্জ সদর হাসপাতালে রাখা হয়েছে। পরিবারের লোকজন এলে লাশ বুঝিয়ে দেওয়া হবে।

নিউজরুম

footer-area { background: #024f75; }

গোপালগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, ২ কিশোর নিহত

প্রকাশিত : শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

গোপালগঞ্জ সদরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই কিশোর নিহত হয়েছে। শুক্রবার ১০ জানুয়ারি সকাল ১০ টার দিকে উপজেলার  জালালাবাদ ইউনিয়নের দুর্গাপুর গ্রামের কালীমন্দির এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, উপজেলার জালালাবাদ ইউনিয়নের ইছাখালী গ্রামের বুলবুল ফকিরের ছেলে বাঁধন ফকির (১৪) ও একই গ্রামের পলাশ শেখের ছেলে মারুফ শেখ।

স্থানীয়দের মাধ্যমে জানা গেছে,   সকালে মোটরসাইকেল যোগে দুই বন্ধু মারুফ ও বাঁধন ঘুরতে বের হয়েছিল। পথিমধ্যে জালালাবাদ ইউনিয়নের দুর্গাপুর গ্রামের কালীমন্দির এলাকায় পৌঁছালে দ্রুত গতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এসময় মোটরসাইকেলে থাকা মারুফ ও বাধন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার এসআই মোরাদ হোসেন বলেন, নিহতদের মরদেহ গোপালগঞ্জ সদর হাসপাতালে রাখা হয়েছে। পরিবারের লোকজন এলে লাশ বুঝিয়ে দেওয়া হবে।

নিউজরুম