বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের কোন দোষর কিংবা প্রেতাত্মার ঠাঁই বিএনপিতে হবে না। ইতোমধ্যে তারেক রহমান ঘোষণা দিয়েছেন কোন আওয়ামী পেতাত্মাদের বিএনপিতে নেওয়া যাবে না।
শুক্রবার (১৭জানুয়ারী) দুপুরে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাশবাড়িয়া ইউনিয়ন বিএনপির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এসময় সেলিমুজ্জামান আরও বলেন, বিগত ২০০৮ সালে আমি নির্বাচন করেছি। কিন্তু আমি দেখেছি এই মুকসুদপুরে এই গোপালগঞ্জে কোন নির্বাচন হয় না। এখানে বুথঘরে ভোট দেয়া হয় না। এখানে রাতের ভোটের মাধ্যমে ভোটারের ভোটাধিকার কেড়ে নিয়ে বাক্সবন্দী করা হয়। এখানে মুষ্টিময় কয়েকজন মানুষ আছেন যাদের আপনারা চেনেন জানেন। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই এই সমস্ত সন্ত্রাসীদের জায়গা আর এই মুকসুদপুর হবে না। ওই পতিত ফ্যাসিস্টদের জায়গা আর এই মুকসুদপুর হবে না।
এ সময় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা এমন কোন কর্মকাণ্ডের জড়াবেন না যাতে বিএনপি’র বদনাম হয়, দেশনেত্রী খালেদা জিয়ার বদনাম হয়, দেশনায়ক তারেক রহমানের বদনাম হয়। আমি আপনাদের উদত্ত আহবান জানাবো, দেশের এই চলমান আন্তরিক আন্দোলন সফল করার মাধ্যমে এদেশে আবারো জাতীয়তাবাদী সরকার প্রতিষ্ঠা করব। এই হোক আজকে আমাদের শপথ।
বাঁশবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ গোলাম মোর্তুজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তুহিন মিনার সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে অনেকের মধ্যে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা বিএনপির সদস্য ডাঃ কেএম বাবর, এ্যাডভোকেট তৌফিকুল ইসলাম, গোপালগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শিকদার লেলিন, মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক মোঃ তারেকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সভাপতি মোঃ আবুল বাশার বিশ্বাস টুলটু, সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান মিন্টুসহ অনেকে।
নিউজরুম /