গোপালগঞ্জের বড় বাজারে অভিযান চালিয়ে ১৫০ কেজি ঝাঁটকা ইলিশ জব্দ করেছে জেলা মৎস্য অধিদপ্তর। পরে জব্দকৃত ঝাটকা স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।
মঙ্গলবার ( ২৮ জানুয়ারি)রাতে জেলা মৎস কর্মকর্তা বিজন কুমার নন্দীর নেতৃত্বে জেলার বড় বাজারে অভিযান চালিয়ে এই ঝাঁটকা জব্দ করা হয়।
আরও পড়ুনঃ মেডিকেলে চান্স পেয়েও টাকার অভাবে বন্ধ হতে চলেছে নুরনাহারের ডাক্তার হওয়ার স্বপ্ন
বিষয়টি নিশ্চিত করে জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী বলেন, ২৫ সেন্টিমিটার অথবা ৬ ইঞ্চির কম প্রতিটি ইলিশ ঝাঁটকা বলে বিবেচিত হয়। এই ঝাটকা সংরক্ষণ, বিক্রয় অথবা মজুদ করা আইনত দণ্ডনীয় অপরাধ।
আমরা গোপালগঞ্জ বড় বাজারের বিভিন্ন আড়তে অভিযান চালিয়ে প্রায় দেড়শ কেজি ঝাঁটকা জব্দ করেছি। এসময় মজুদ রাখা ওই সকল আড়তগুলো কে জরিমানা করা হয়েছে।
জ্বব্দকৃত সকল ঝাটকা স্থানীয় কোর্ট মসজিদ মাদ্রাসা সহ বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে। আগামীতেও আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
নিউজরুম/এমবি