গোপালগঞ্জে জনপ্রিয় নিউজ পোর্টাল ঢাকা পোস্টের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সত্যের সাথে সন্ধি— স্লোগান নিয়ে যাত্রা শুরু করা গণমাধ্যমটি চার বছর শেষ করে পাঁচ বছরে পদার্পণ করেছে। এই উপলক্ষ্যে রবিবার (১৬ ফেব্রুয়ারি) প্রেসক্লাব গোপালগঞ্জ কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সময় টেলিভিশনের গোপালগঞ্জ প্রতিনিধি জয়ন্ত শিরালির সঞ্চালনা ও নাগরিক টেলিভিশন ও ঢাকা পোস্টের সাবেক জেলা প্রতিনিধি আশিক জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি ও কালবেলার গোপালগঞ্জ প্রতিনিধি জুবায়ের আহমেদ, দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি এস এম হুমায়ুন কবীর, প্রবীণ সাংবাদিক রবীন্দ্রনাথ অধিকারী ও সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান মানিক।
আরও পড়ুন :গোপালগঞ্জে যুবদলের কমিটিকে ‘পকেট কমিটি’ দাবি করে বিক্ষোভ কর্মসূচি পদবঞ্চিতদের।
এ সময় যুগান্তরের জেলা প্রতিনিধি এস এম হুমায়ুন কবির বলেন, অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্ট ঢাকা পোস্ট পাঠকের কাছে সবার আগে সর্বশেষ ও নির্ভুল তথ্যসহ সত্য ঘটনা তুলে ধরতে সক্ষম হয়েছে। সংবাদমাধ্যমটির নেতৃত্ব ও সম্পাদনায় রয়েছেন শ্রদ্ধেয় মহিউদ্দিন সরকার। পোর্টালটি এগিয়ে যাচ্ছে সতন্ত্র দৃষ্টিভঙ্গি নিয়ে। এবং সময়ের যেকোন চ্যালেঞ্জ কে সামনে রেখে নিরবিচ্ছিন্ন ভাবে সংবাদ পরিবেশন করে যাচ্ছে। আশারাখি সামনের দিনগুলোতে সংবাদ মাধ্যমেটি তাদের নিরপেক্ষতা বজায় রেখে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে যাবে।

প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি জুবায়ের আহমেদ বলেন, আমি কালবেলায় কাজ করলেও সবসময় ফলো করতে হয় ঢাকা পোস্টে। কারন বর্তমান সময় সংবাদমাধ্যমটি সব খবর সবার আগে দেওয়ার চেষ্টা করে। যার ফলে গোপালগঞ্জে কোথাও কোনো ঘটনা ঘটলে আগে ঢাকা পোস্টের ওয়েবসাইটে ভিজিট করি। নির্ভূল তথ্য পাবো এই ভেবে। সংবাদমাধ্যমটি তাদের বস্তুনিষ্ঠতা বজায় রেখে সংবাদ পরিবেশন করে যাবে এটাই প্রত্যাশা।
প্রবীণ সাংবাদিক রবীন্দ্রনাথ অধিকারী বলেন, ৪ বছরে ঢাকা পোস্ট পাঠকের আস্থার গণমাধ্যমে পরিণত হয়েছে। সংবাদ মাধ্যমটি তাদের নিরপেক্ষতা বজায় রেখে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে যাচ্ছে। এই প্রতিষ্ঠাবার্ষিকীর এইদিনে একটাই চাওয়া বস্তুনিষ্ঠতা বজায় রেখে আগামীতেও সংবাদ পরিবেশন করে যাবে।
এসময় আরও উপস্থিত ছিলেন, মাছরাঙা টেলিভিশনের গোপালগঞ্জ প্রতিনিধি সাবেত আহমেদ, চ্যানেল টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি বাদল সাহা, প্রথম আলোর জেলা প্রতিনিধি নুতন শেখ, চ্যানেল এস টেলিভিশনের জেলা প্রতিনিধি কাজী মাহমুদ, এটিএন নিউজের জেলা প্রতিনিধি সজীব বিশ্বাস, মাই টিভির জেলা প্রতিনিধি আরিফ হোসেন, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি জিএম সবুজ, দেশ টিভির জেলা প্রতিনিধি জাবেরুল ইসলাম বাঁধন, প্রেসক্লাব গোপালগঞ্জের মহাসচিব এস এম সাব্বির, নিউজ টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি সামিউল আলীম, বঙ্গবন্ধু কলেজ ছাত্রদলের সভাপতি সোহান আল ইমাম সহ জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সকল সাংবাদিকবৃন্দ।