১২:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫

গোপালগঞ্জে এক বাসের পিছনে আরেক বাসের ধাক্কা, নিহত ২

গোপালগঞ্জের কাশিয়ানীতে চলন্ত যাত্রীবাহী সোহাগ পরিবহন  নামক একটি বাসের পিছনে টুঙ্গিপাড়া এক্সপ্রেস নামক আরেক বাসের ধাক্কায় ২ জন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে অন্তত ১৫ জন। 

শনিবার (২২ ফেব্রুয়ারী)  সকাল সাড়ে দশটার দিকে উপজেলার ঢাকা খুলনা মহাসড়কের সাম্পান হাইওয়ে রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন, টুঙ্গিপাড়া এক্সপ্রেসের চালক ও জেলা সদরের গোবরা এলাকার মনসুর আলী শেখের ছেলে মন্টু শেখ ও একই বাসের সুপারভাইজার আরিফ হোসেন।

আরও পড়ুন : নয়াদিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৫৫তম সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত

বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মো. সাহাদাত হোসেন বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা  টুঙ্গিপাড়া এক্সপ্রেস ও সোহাগ পরিবহন খুলনার দিকে যাচ্ছিল। ঢাকা খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলা সাম্পান হাইওয়ে রেস্টুরেন্টেের সামনে পৌঁছালে টুঙ্গিপাড়া এক্সপ্রেস সোহাগ পরিবহন কে ওভারটেক করতে গেলে সোহাগ পরিবহনের পিছনে ধাক্কা দেয়।

এসময় টুঙ্গিপাড়া এক্সপ্রেস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সাথে সজোরে ধাক্কা লাগে। এতে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের চালক ও সুপারভাইজার ঘটনাস্থলেই নিহত হন। আহত হয় অন্তত ১৫ জন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আমাদের আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজরুম/এমবি 

footer-area { background: #024f75; }

গোপালগঞ্জে এক বাসের পিছনে আরেক বাসের ধাক্কা, নিহত ২

প্রকাশিত : শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫

গোপালগঞ্জের কাশিয়ানীতে চলন্ত যাত্রীবাহী সোহাগ পরিবহন  নামক একটি বাসের পিছনে টুঙ্গিপাড়া এক্সপ্রেস নামক আরেক বাসের ধাক্কায় ২ জন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে অন্তত ১৫ জন। 

শনিবার (২২ ফেব্রুয়ারী)  সকাল সাড়ে দশটার দিকে উপজেলার ঢাকা খুলনা মহাসড়কের সাম্পান হাইওয়ে রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন, টুঙ্গিপাড়া এক্সপ্রেসের চালক ও জেলা সদরের গোবরা এলাকার মনসুর আলী শেখের ছেলে মন্টু শেখ ও একই বাসের সুপারভাইজার আরিফ হোসেন।

আরও পড়ুন : নয়াদিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৫৫তম সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত

বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মো. সাহাদাত হোসেন বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা  টুঙ্গিপাড়া এক্সপ্রেস ও সোহাগ পরিবহন খুলনার দিকে যাচ্ছিল। ঢাকা খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলা সাম্পান হাইওয়ে রেস্টুরেন্টেের সামনে পৌঁছালে টুঙ্গিপাড়া এক্সপ্রেস সোহাগ পরিবহন কে ওভারটেক করতে গেলে সোহাগ পরিবহনের পিছনে ধাক্কা দেয়।

এসময় টুঙ্গিপাড়া এক্সপ্রেস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সাথে সজোরে ধাক্কা লাগে। এতে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের চালক ও সুপারভাইজার ঘটনাস্থলেই নিহত হন। আহত হয় অন্তত ১৫ জন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আমাদের আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজরুম/এমবি