গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অবৈধভাবে সরকারি জমি দখল করে বাড়ি নির্মানের অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে।
ওই প্রভাবশালী ব্যক্তি হলেন উপজেলার কুশলা ইউনিয়নের তৈয়ব আলী সিকদার। জমি দখল করে বাড়ি নির্মাণের সময় বেশ কয়েকবার প্রশাসন বাঁধা দিলেও তিনি নিজের প্রভাব খাটিয়ে কাজ চলমান রেখেছিলেন । পরবর্তীতে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বর্তমানে কাজ বন্ধ রয়েছে।
স্থানীয়রা জানান, জমিটি বর্তমান আদালতে মামলা চলমান রয়েছে। তিনি আদালতকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে জমিটি দখল করে বাড়ি নির্মাণ করছেন।
তৈয়ব আলী সিকদারের বলেন , এই জায়গা আমার বাপের সম্পত্তি। দীর্ঘ তিন বছর ধরে খাজনা না দেওয়ার কারণে জমিটি সরকারী নামে চলে যায়। বর্তমানে আদালতে এই জমির মালিকানা নিয়ে মামলা চলছে, এবং আমি আমার জমিতে ঘর নির্মাণ করছি।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। আর সরকারি জমি দখল করে বাড়ি নির্মাণ বন্ধের দাবি জানিয়েছেন এলাকাবাসী।