ভিয়েনায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সদর দপ্তরে অনুষ্ঠিত বোর্ড অব গভর্নরস সভায় যোগ দিয়েছেন ভিয়েনায় জাতিসংঘ অফিস এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত তৌফিক হাসান।
মিশন জানায়, স্থায়ী প্রতিনিধি তৌফিক হাসান ৩-৭ মার্চ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সদর দপ্তরে অনুষ্ঠিত বোর্ড অব গভর্নরস সভায় যোগ দিয়েছেন।
সভায় স্থায়ী প্রতিনিধি পারমাণবিক নিরাপত্তা ও প্রযুক্তি পর্যালোচনা নিয়ে বাংলাদেশের বিবৃতি তুলে ধরেন।স্থানীয় সময় বুধবার অস্ট্রিয়ায় বাংলাদেশ মিশন এই তথ্য জানায়।
প্রসঙ্গত, গভর্নর বোর্ড হলো- আইএইএ-এর দুটি নীতিনির্ধারণী সংস্থার মধ্যে একটি। সাধারণ সম্মেলনের অনুমোদন সাপেক্ষে বোর্ড আইএইএ-এর মহাপরিচালককে নিয়োগ করে থাকে এবং সভায় সংস্থাটির আর্থিক বিবৃতি, কর্মসূচি, বাজেট এবং নিরাপত্তা মান ইত্যাদি বিষয়ে সাধারণ সম্মেলনে সুপারিশ করে।
নিউজরুম/এমবি