১২:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫

গাজীপুরে দুই কারখানায় শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা ও হোতাপাড়া এলাকায় মঙ্গলবার (১৮ মার্চ) সকাল থেকে বিক্ষোভ করছেন শ্রমিকরা। এসময় হোতাপাড়া এলাকায় খাদ্য উৎপাদান তৈরি কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন।

তবে আইনশৃঙ্খলা বাহিনী তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেয়। এতে এক ঘণ্টা ওই মহাসড়কে অবরোধ ছিল বলে জানা গেছে।

শিল্প পুলিশ ও কারখানার শ্রমিকরা জানান, সদর উপজেলার বানিয়ারচালা এলাকার জায়ান্ট টেক্সটাইল লিমিটেড নামের একটি পোশাক তৈরি কারখানার শ্রমিকরা সকাল সাড়ে ৭টার থেকে কাজ বন্ধ করে কারখানার ভেতরে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

আরও পড়ুন : উদ্বোধন হলো যমুনা রেল সেতু

তাদের দাবি কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) ওমর ফারুকের পদত্যাগ ও ঈদুল ফিতরের ছুটি ১১ দিন করা। ওই দুই দাবিতে কাজ বন্ধ করে কারখানার অ্যাসেম্বলি পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা।

jagonews24

অপরদিকে গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় ফু-ওয়াং ফুড লিমিটেড কারখানায় ৬৫০ জন শ্রমিক কাজ করেন। চলতি মাসের ১৭ দিন চলে গেলেও মঙ্গলবার পর্যন্ত তাদের বেতন ভাতা দেওয়া হয়নি। শ্রমিকরা বার বার বেতনের দাবি জানিয়ে আসলেও তারা বেতন দেই দিচ্ছি বলে কালক্ষেপণ করছেন।

ফেব্রুয়ারি মাসের বেতনের দাবিতে মঙ্গলবার সাড়ে ৮টার দিকে শ্রমিকরা উৎপাদন বন্ধ করে বিক্ষোভ শুরু করেন। পরে শ্রমিকরা কারখানার সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন।

আরও পড়ুন : ভারতে ফের সাম্প্রদায়িক দাঙ্গা, নাগপুরে কারফিউ জারি

খবর পেয়ে শিল্প পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বেতন দেওয়ার আশ্বাস দিলে সকাল সাড়ে ৯ টার দিকে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে চলে যায়।জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, বেতনের দাবিতে শ্রমিকরা মহাসড়কে দাঁড়িয়ে অবরোধ ও বিক্ষোভ করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে যানবাহন চলাচল শুরু করে। এতে ওই মহাসড়কে প্রায় কিছু সময় যানবাহন চলাচল বন্ধ থাকে। আর জায়ান্ট টেক্সটাইল লিমিটেডের শ্রমিকরা কারখানার ভেতরে বিক্ষোভ করেন।

নিউজরুম/এমবি 

footer-area { background: #024f75; }

গাজীপুরে দুই কারখানায় শ্রমিকদের বিক্ষোভ

প্রকাশিত : মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫

গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা ও হোতাপাড়া এলাকায় মঙ্গলবার (১৮ মার্চ) সকাল থেকে বিক্ষোভ করছেন শ্রমিকরা। এসময় হোতাপাড়া এলাকায় খাদ্য উৎপাদান তৈরি কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন।

তবে আইনশৃঙ্খলা বাহিনী তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেয়। এতে এক ঘণ্টা ওই মহাসড়কে অবরোধ ছিল বলে জানা গেছে।

শিল্প পুলিশ ও কারখানার শ্রমিকরা জানান, সদর উপজেলার বানিয়ারচালা এলাকার জায়ান্ট টেক্সটাইল লিমিটেড নামের একটি পোশাক তৈরি কারখানার শ্রমিকরা সকাল সাড়ে ৭টার থেকে কাজ বন্ধ করে কারখানার ভেতরে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

আরও পড়ুন : উদ্বোধন হলো যমুনা রেল সেতু

তাদের দাবি কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) ওমর ফারুকের পদত্যাগ ও ঈদুল ফিতরের ছুটি ১১ দিন করা। ওই দুই দাবিতে কাজ বন্ধ করে কারখানার অ্যাসেম্বলি পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা।

jagonews24

অপরদিকে গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় ফু-ওয়াং ফুড লিমিটেড কারখানায় ৬৫০ জন শ্রমিক কাজ করেন। চলতি মাসের ১৭ দিন চলে গেলেও মঙ্গলবার পর্যন্ত তাদের বেতন ভাতা দেওয়া হয়নি। শ্রমিকরা বার বার বেতনের দাবি জানিয়ে আসলেও তারা বেতন দেই দিচ্ছি বলে কালক্ষেপণ করছেন।

ফেব্রুয়ারি মাসের বেতনের দাবিতে মঙ্গলবার সাড়ে ৮টার দিকে শ্রমিকরা উৎপাদন বন্ধ করে বিক্ষোভ শুরু করেন। পরে শ্রমিকরা কারখানার সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন।

আরও পড়ুন : ভারতে ফের সাম্প্রদায়িক দাঙ্গা, নাগপুরে কারফিউ জারি

খবর পেয়ে শিল্প পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বেতন দেওয়ার আশ্বাস দিলে সকাল সাড়ে ৯ টার দিকে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে চলে যায়।জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, বেতনের দাবিতে শ্রমিকরা মহাসড়কে দাঁড়িয়ে অবরোধ ও বিক্ষোভ করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে যানবাহন চলাচল শুরু করে। এতে ওই মহাসড়কে প্রায় কিছু সময় যানবাহন চলাচল বন্ধ থাকে। আর জায়ান্ট টেক্সটাইল লিমিটেডের শ্রমিকরা কারখানার ভেতরে বিক্ষোভ করেন।

নিউজরুম/এমবি