ফিলিস্তিনে ইসরায়েলের বর্বর হামলা ও ভারতে অব্যাহত উগ্র হিন্দুত্ববাদী আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা।
বুধবার (১৯ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। এসএইউ ইসলামিক সোসাইটির ব্যানারে এ মিছিল টিএসসি, প্রশাসনিক ভবন, একাডেমিক ভবন ও বিভিন্ন হল প্রদক্ষিণ করে কেন্দ্রীয় মসজিদের সামনে এসে শেষ হয়।
এ সময় শিক্ষার্থীরা নানান স্লোগান দেন। ‘গাজা তুমি একা নও, আমরা আছি তোমার পাশে’, ‘ফিলিস্তিনের শিশুরা আমাদের সন্তান’, ইজরায়েলের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, ‘মোদীর বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, ‘দুনিয়ার মুসলিম, এক হও লড়াই করো’ সহ বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা।
আরও পড়ুনঃ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের গণসেহরি
বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ইসরায়েল ঘুমন্ত অবস্থায় মানুষকে হত্যা করছে, যাদের অধিকাংশই শিশু এবং নারী। এ থেকেই বোঝা যাচ্ছে তাদের উদ্দেশ্য কী।
তারা আরও বলেন, ভারতে হোলিকে কেন্দ্র করে এক হাজার জনকে গ্রেফতার করা হয়েছে। আমাদের আজকের অবস্থান এসব আগ্রাসনের বিরুদ্ধে।এ সময় দ্রুত সময়ের মধ্যে ফিলিস্তিনে গণহত্যা বন্ধ ও দোষীদের শাস্তির আওতায় আনার আহ্বান জানান শিক্ষার্থীরা।
নিউজরুম/এমবি