পাঁচ সিকার ছাগলে বাংলাদেশ খাইলো, এই পাঁচ সিকার দুই ছাগল কখনো বাংলাদেশকে এগিয়ে যেতে দেয় না, এক পাঁচ সিকার ছাগল একটি দেশে, অন্যটি দেশের বাইরে।
দেশের বাইরের ছাগল হলো ভারত আর দেশের ভিতরেরটা হলো আওয়ামীলীগ বলে মন্তব্য করেছেন আলোচিত অনলাইন অ্যাক্টিভিস্ট,লেখক ও গবেষক পিনাকী ভট্টাচার্য ।
তিনি বলেন দেশকে এগিয়ে নিতে হলে এদের সম্পর্কে সচেতন হতে হবে এবং প্রবাসীদেরকে বেড়া হয়ে রাষ্ট্রকে বাঁচাতে হবে।
প্যারিসে গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ ও প্রবাসীদের প্রত্যাশা শীর্ষক এক সেমিনারে তিনি এ কথা বলেন ।
বাংলা টেলিগ্রাম সম্পাদক শাহ সোহেল আহমেদের সঞ্চালনায় হিউম্যান রাইটস ফরওয়ার্ড আয়োজিত সেমিনারটি প্যারিস সংলগ্ন একটি তারকা হোটেলে অনুষ্ঠিত হয় ।
এইড পয়েন্টের প্রতিষ্ঠাতা মোহাম্মাদ ফয়সাল আহমেদের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন অনলাইন অ্যাক্টিভিস্ট,লেখক ও গবেষক পিনাকী ভট্টাচার্য ।
এতে মূল প্রবন্ধ উপস্হাপন করেন ফ্রান্স টুয়েন্টিফোরের সাংবাদিক আরিফ উল্লাহ ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফ্রান্স বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের, সাংবাদিক মাহবুব হোসাইন, এমডি নুর, আকাশ হেলাল,মনোয়ার হোসেন,আলী চৌধুরী প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা বাংলাদেশের সাম্প্রতিক ৫ আগাস্ট ২০২৪ বাংলাদেশের ছাত্র জনতার গনঅভ্যুত্থান সম্পর্কে নিজ নিজ দৃষ্টি ভঙ্গি থেকে বিস্তারিত আলোচনা করেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে শোষণ নিপীড়ন মুক্ত সুশাসন ও নতুন বাংলাদেশ বিনির্মাণের আহ্বান জানান।
নিউজরুম / এজেএ