প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের কাছে শপথ নিলেন (পিএসসি) নতুন সভাপতি ও চার সদস্য। মঙ্গলবার (১৫ অক্টোবর) সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথ পড়ান।
যারা শপথ নিলেন, পিএসসির সভাপতি হিসেবে মোবাশ্বের মোনেম এবং সদস্য হিসেবে নুরুল কাদির, সদস্য মোহাম্মদ আমিনুল ইসলাম, সদস্য মো. সুজায়েত উল্লাহ ও সদস্য মোহাম্মদ নাজমুল আমীন মজুমদার শপথ নেন।
শপথ নেওয়ার পরপরই তারা সরকারি কর্ম কমিশন দপ্তরে গিয়ে কাজে যোগ দেন। সেখানে তাদের ফুল দিয়ে বরণ করে নেন কর্মকর্তারা।
৫ অগাস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর শীর্ষ পদে ধারাবাহিক রদ-বদলের মধ্যে ৮ অক্টোবর পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইনসহ কমিশনের সদস্যরা পদত্যাগ করেন।
পরদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেমকে পিএসসির চেয়ারম্যানের দায়িত্ব দেয় অন্তর্বর্তীকালীন সরকার। একইদিন সংস্থাটিতে চার সদস্য নিয়োগ দেয় সরকার।
এমএইচআর