০৬:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫

পদত্যাগ করলো পাকিস্তানের প্রধান কোচ গ্যারি কারস্টেন

অস্ট্রেলিয়ায় ওয়ানডে ও টিটোয়েন্টি সিরিজ খেলতে যাওয়ার আগে বড় এক ধাক্কাই খেল পাকিস্তান দল। ওয়ানডে সিরিজ শুরু হতে মাত্র সাত দিন বাকি। এর আগে পদত্যাগ করেছেন দলটির সাদা বলের প্রধান কোচ গ্যারি কারস্টেন।

সোমবার (২৮ অক্টোবর) ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর খবরে এ তথ্য জানানো হয়েছে। গত এপ্রিলে দুই বছরের চুক্তিতে কারস্টেনকে নিয়োগ দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। কয়েক মাসের ব্যবধানে দায়িত্ব ছাড়লেন তিনি।

কেন, কি কারণে পদত্যাগ করলেন, এ ব্যাপারে প্রকাশ্যে কোনো বিবৃতি দেননি কারস্টেন। ধারণা করা হচ্ছে, বোর্ডের কিছু কাজে অসন্তুষ্ট ছিলেন তিনি। এ বিষয়ে পিসিবিও এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি।

আরও পড়ুনঃ শেয়ারবাজারের দরপতনের প্রতিবাদে রাস্তায় নেমেছেন একদল বিনিয়োগকারী

ক্রিকইনফো জানিয়েছে, দল ঘোষণা (অস্ট্রেলিয়া এবং জিম্বাবুয়ে সিরিজের) ও সীমিত ওভারের ক্রিকেটের নতুন অধিনায়ক ঘোষণার সময় বোর্ডের মধ্যে চরম অসন্তোষ দেখা দেয়, সে কারণেই তিনি পদত্যাগ করতে পারেন। আরও জানিয়েছে, মঙ্গলবার অস্ট্রেলিয়ারউদ্দেশে পাকিস্তান দল রওনা দেবে। ধারণা করা হচ্ছে, দলের সঙ্গে অস্ট্রেলিয়া যাবেন না কারস্টেন।

 

নিউজ রুম 

footer-area { background: #024f75; }

পদত্যাগ করলো পাকিস্তানের প্রধান কোচ গ্যারি কারস্টেন

প্রকাশিত : সোমবার, ২৮ অক্টোবর ২০২৪

অস্ট্রেলিয়ায় ওয়ানডে ও টিটোয়েন্টি সিরিজ খেলতে যাওয়ার আগে বড় এক ধাক্কাই খেল পাকিস্তান দল। ওয়ানডে সিরিজ শুরু হতে মাত্র সাত দিন বাকি। এর আগে পদত্যাগ করেছেন দলটির সাদা বলের প্রধান কোচ গ্যারি কারস্টেন।

সোমবার (২৮ অক্টোবর) ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর খবরে এ তথ্য জানানো হয়েছে। গত এপ্রিলে দুই বছরের চুক্তিতে কারস্টেনকে নিয়োগ দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। কয়েক মাসের ব্যবধানে দায়িত্ব ছাড়লেন তিনি।

কেন, কি কারণে পদত্যাগ করলেন, এ ব্যাপারে প্রকাশ্যে কোনো বিবৃতি দেননি কারস্টেন। ধারণা করা হচ্ছে, বোর্ডের কিছু কাজে অসন্তুষ্ট ছিলেন তিনি। এ বিষয়ে পিসিবিও এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি।

আরও পড়ুনঃ শেয়ারবাজারের দরপতনের প্রতিবাদে রাস্তায় নেমেছেন একদল বিনিয়োগকারী

ক্রিকইনফো জানিয়েছে, দল ঘোষণা (অস্ট্রেলিয়া এবং জিম্বাবুয়ে সিরিজের) ও সীমিত ওভারের ক্রিকেটের নতুন অধিনায়ক ঘোষণার সময় বোর্ডের মধ্যে চরম অসন্তোষ দেখা দেয়, সে কারণেই তিনি পদত্যাগ করতে পারেন। আরও জানিয়েছে, মঙ্গলবার অস্ট্রেলিয়ারউদ্দেশে পাকিস্তান দল রওনা দেবে। ধারণা করা হচ্ছে, দলের সঙ্গে অস্ট্রেলিয়া যাবেন না কারস্টেন।

 

নিউজ রুম